WOMENS FORMULA
সব মহিলাদেরই বয়সের সাথে বাড়তি নিট্রেশন এর প্রয়োজন হয়। কেননা বয়সের সাথে শরীরের হরমোন পরিবর্তন হয়। হরমোন বিভিন্ন শারীরিক ক্রিয়া বিক্রিয়া, বৃদ্ধি, রক্ত চাপ নিয়ন্ত্রন, মাতৃদুগ্ধ তৈরী, যৌন পরিপক্কতা ইত্যাদি ক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা রাখে৷ গবেষণায় দেখা গেছে মধ্য ও দক্ষিণ এশিয়ার মেয়েদের মধ্যে হরমোনাল সমস্যা বেশি। যার ফলে বিভিন্ন ধরনের অস্বাভাবিকতা দেখা দেয় শরীরে, যেমন: সময়মত ঋতুস্রাব না হওয়া, মুটিয়েযাওয়া, পরিপাক সমস্যা, থাইরয়েড, যৌনতায় অনীহা, আড়ষ্টতা, ত্বক ও চুলে প্রভাব, ত্বকের ব্রণ, অকালবার্ধক্য, বেশি প্রবাহ অথবা ঘন ঘন মন খারাপ হওয়া,হঠাৎ মেজাজ ওঠা-নামা, টিউমার, ক্যান্সারসহ নানাসব ভয়ংকর জটিলতা ।
বিজ্ঞান বলে ঔষধ আপনার এ সমস্যা সমাধান করবে না। এইজন্য আপনার খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন আনলেই সমস্যার সমাধান হয়ে যাবে। এসব হরমোনাল সমস্যা সমাধানে খাদ্য তালিকায় নিয়মিত রাখতে পারেন WOMENS FORMULA, রাশিয়ার প্রস্তুতক্রীত WOMENS FORMULA যা পৃথিবীর বিভিন্ন দেশে স্বাস্থ্য সচেতন মহিলাদের কাছে খুবই প্রিয় হয়ে উঠেছে।
#WOMENS FORMULA দেহের হরমোনাল সমস্যা খুব দ্রুত সমাধান করতে সক্ষম। এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নাই। কারণ WOMENS FORMULA রাশিয়ান ন্যানো ট্যাকনোলজি তে সম্পূর্ণ প্রাক্রিতিক উপাদানে তৈরি।
Comments
Post a Comment